শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ণ

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান, সড়কে পুলিশি ব্যারিকেড

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়ন ও অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে আন্দোলনে নেমেছেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—এই সাতটি কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে মিছিল সহকারে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা নাগাদ শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে আসে। ধীরে ধীরে অন্য কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হয়।

ছাত্রদের বিক্ষোভের ফলে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের দিকের যান চলাচল ব্যাহত হয়। শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর না হতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সড়কে পুলিশ ব্যারিকেড স্থাপন করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল নানা রকম স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। তারা বলছিলেন— ‘অধ্যাদেশ নিয়ে গড়িমসি চলবে না’, ‘শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করো’, এবং ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি। নারী শিক্ষার্থীরাও সরব উপস্থিতি দেখিয়েছেন এই কর্মসূচিতে।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান জানান, “সরকার সাতটি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনো কোনো সুনির্দিষ্ট আইন পাশ হয়নি। আমাদের দাবি একটাই—এই অধ্যাদেশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব।”

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজকে আলাদা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বিষয়ে একটি প্রস্তাবনা জমা দেয়। তবে এখনো আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, যা নিয়েই শিক্ষার্থীদের অসন্তোষ বাড়ছে।

আরো