শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৭

বি‌ডি মেইল ডেস্ক

বাংলাদেশ পুলিশের নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জন্য দেশের সকল বিভাগের কমিশনারদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। তার প্রেক্ষিতেই সিলেটে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মাদক ব্যবসায়ী, কুখ্যাত ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা।

অভিযানে উদ্ধার করা হয়- ৪৩৭ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৯০৪ পিস ভারতীয় চকলেট, ৩৬৩ পিস সাবান, ৪ লক্ষ ২০ হাজার পিস নাছির বিড়ি। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।

এ বিষয়ে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো