মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্টস সোসাইটির উদ্যোগে পালিত হলো বিশ্ব দৃষ্টি দিবস -২০২৫

প্রতিবছরের ন্যায় এ বছরও নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্টস সোসাইটি বর্ণাঢ্য র‌্যালি মধ্য দিয়ে শুরু করে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস অডিটরিয়াম এ অলস চোখের উপরে সাইন্টিফিক সেমিনারের মধ্য দিয়ে পালন করেছে বিশ্ব দৃষ্টি দিবস -২০২৫।

মোঃ ওবায়দুল হক ওপির উপস্থাপনায় মোঃ জিসান তালুকদারের সভাপতিত্ব বিশ্ব দৃষ্টি দিবস উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এর সিভিল সার্জন ডাঃ আ ফ ম মুশিউর রহমান, কী-নোট স্পিকার ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সহযোগি অধ্যাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস হামেদুল হক, সিনিয়র কন্সালটেন্ট, সহিতুন নেছা লায়ন্স চক্ষু হাসপাতাল, ডাঃ এস আলম শিকদার, কন্সালটেন্ট (চক্ষু), ডায়বেটিস হাসপাতাল, নারায়ণগঞ্জ, বরকত আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি (বিওএস), মোহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা, নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্টস সোসাইটি (এনজেওএস), লায়ন. শহীদুল আজম রাসেল, সভাপতি, ডিওএলভি এলামনাই এসোসিয়েশন। এছাড়া ও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্টস সোসাইটি (এনজেওএস), এর উপদেষ্টা, মোহাম্মদ আল-আমিন, সাধারণ সম্পাদক, বশির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক, আব্দুল গাফ্ফার, কোষাধ্যক্ষ, মোহাম্মদ মিজানুর রহমান সহ নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্টস সোসাইটি (এনজেওএস) এর প্রায় একশতাধিক সদস্য।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা চোখের সচেতনতা বৃদ্ধিতে কাজ করার পরামর্শ দেন ও পাশে থাকার আশ্বাস দেন

আরো