হলুদ শাড়িতে মোহময়ী জয়া আহসান
দুই বাংলার অভিনয়জগতে সমানভাবে আলো ছড়ানো অভিনেত্রী জয়া আহসান বরাবরই তার অনবদ্য স্টাইল এবং রুচিশীল ফ্যাশনের জন্য পরিচিত। আবারও এক ঝলকে তাক লাগালেন এই গুণী শিল্পী—এবার উজ্জ্বল হলুদ শাড়িতে ধরা দিয়ে মুগ্ধ করলেন ভক্তদের।
রোববার সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া তার ফেসবুক পাতায় প্রকাশ করেন তিনটি কোলাজ ছবি। ছবিগুলোতে দেখা যায়, তিনি পরেছেন হলুদ রঙা শাড়ি, যাতে রয়েছে কালো ও অন্য রঙের ছাপা নকশার মিশ্রণ। কখনো মৃদু হাসি, কখনো চিন্তাশীল দৃষ্টিতে ধরা দিয়েছেন ক্যামেরায়—প্রতিটি ভঙ্গিমাতেই ধরা পড়েছে এক অনন্য সৌন্দর্য।
প্রকাশের সঙ্গে সঙ্গেই ছবিগুলোতে ভক্তদের প্রতিক্রিয়া ঝরেছে ঝড়ের গতিতে। কেউ লিখেছেন, “সৃষ্টিকর্তা যেন নিজ হাতে গড়ে তুলেছেন আপনাকে।” আবার কেউ মন্তব্য করেছেন, “রঙিন শাড়িতে যেন রূপের জাদু।” ভালোবাসার ইমোজিতে ভরে উঠেছে কমেন্ট বক্স।
জয়ার শাড়ির প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। কিছুদিন আগেই কারুকার্যময় ড্রাই ব্লু শাড়িতে ধরা দিয়েছিলেন কৃষ্ণচূড়া ফুলের ছায়ায়। তারও আগে এক ফুলের বাগানে রঙিন শাড়িতে তোলা ছবিতে মুগ্ধতা ছড়িয়েছেন। তবে শুধু শাড়ি নয়—ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে ক্যাজুয়াল লুক, সবেতেই রয়েছে তার নিজস্ব স্বাক্ষর।
শুধু অভিনয়ের দিক থেকেই নয়, ফ্যাশন সেন্স ও রুচির দিক থেকেও জয়া আহসান নিজেকে বারবার প্রমাণ করেছেন। দেশ ছাড়িয়ে পাশের দেশেও তিনি সমানভাবে সমাদৃত। পর্দার বাইরেও তার স্টাইলিশ উপস্থিতি বারবার ছুঁয়ে যায় অনুরাগীদের মন।