মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস চট্টগ্রামে নানান আয়োজন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫। এবারের প্রতিপাদ্য- ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।

দীর্ঘ ৩২ বছর আগে এই দিনে চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই মর্মান্তিক ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে অবিচলভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এই স্লোগানে গড়ে তোলেন সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। এই দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে ২০১৭ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা) সারাদেশে নানা জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড সিমেন্ট–নিসচা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থী সমাবেশ।
এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ডায়মন্ড সিমেন্ট এবং সহযোগিতা করছে দৃষ্টি চট্টগ্রাম।

আরো