নতুন ফটোশুটে লাল গাউনে মুগ্ধকর উপস্থিতি অভিনেত্রী ভাবনা
নতুন ফটোশুটে লাল গাউনে একেবারে ভিন্নরূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা । ভিন্নধর্মী আলোছায়া ও মুডি টোনে তোলা এই ছবিতে প্রকাশ পেয়েছে তার আত্মবিশ্বাস ও নান্দনিক উপস্থিতি।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানান, এই ফটোশুটটি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কনসেপ্টে— যেখানে আলো, রঙ ও অভিব্যক্তির মাধ্যমে এক ধরনের গল্প বলার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, “এই কাজটি আমার জন্য ছিল এক্সপেরিমেন্টাল— চরিত্র বা ক্যামেরা, দুই দিক থেকেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছি।”
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। কেউ বলছেন “এ যেন সিনেমার দৃশ্য”, আবার কেউ লিখছেন “এভাবেই একজন শিল্পী নিজেকে নতুনভাবে চিনিয়ে দেন।”