মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে প্রথমবারের মতো জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করলো ইস্টার্ন ব্যাংক (ইবিএল)

বি‌ডি মেইল ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) প্রকাশ করেছে তাদের স্বাধীন ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক (ESG) উৎকর্ষতার ক্ষেত্রে ব্যাংকটির নেতৃত্বের অবস্থানকে আরও দৃঢ় করেছে।
IFRS S1 – Sustainability Disclosures এবং IFRS S2 – Climate-related Disclosures মানদণ্ড অনুসারে প্রণীত এই প্রতিবেদনটি ইবিএলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি আন্তর্জাতিক অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন,

“সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪ আমাদের ব্যাংকিং কার্যক্রমে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন ও গ্রিনহাউস গ্যাস (GHG) হিসাব সংযোজনের অগ্রণী ভূমিকার প্রতিফলন। IFRS S1 ও S2 মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের আর্থিক ব্যবস্থায় স্থিতিস্থাপকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার করতে চাই।”

বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত ‘শীর্ষ ১০ টেকসই ব্যাংক’-এর মধ্যে একটি হিসেবে ইবিএল তাদের মূল ব্যবসায়িক কৌশলে পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা, সবুজ অর্থায়ন ও জলবায়ু সহনশীলতাকে আরও গভীরভাবে সংযুক্ত করেছে। ব্যাংকটি বর্তমানে IFC, DEG, FMO, ADB, JIM Foundation এবং OPEC Fund-এর মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ করছে টেকসই ব্যাংকিং অগ্রযাত্রা ত্বরান্বিত করতে।

বাংলাদেশে প্রথমবারের মতো ইবিএল তাদের ঋণ পোর্টফোলিও জুড়ে বিস্তৃত জলবায়ু ঝুঁকি মূল্যায়ন (Climate Risk Assessment) সম্পন্ন করেছে। এই মূল্যায়নে তারা বন্যা, ঘূর্ণিঝড়, তাপমাত্রা বৃদ্ধি ও নীতিগত পরিবর্তনের মতো শারীরিক ও রূপান্তরজনিত ঝুঁকি বিশ্লেষণ করেছে—যা গ্রাহক ও সামগ্রিক পোর্টফোলিও পারফরম্যান্সে কীভাবে প্রভাব ফেলতে পারে তা নির্ধারণে সহায়তা করবে।

এছাড়া, ইবিএল সম্পন্ন করেছে একটি সম্পূর্ণ গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন হিসাব (Inventory) — যেখানে Scope 1, 2 ও 3 নির্গমনসহ ‘Financed Emissions’ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যাংকের কার্বন ফুটপ্রিন্টের সবচেয়ে বড় অংশ। এই বিস্তৃত মূল্যায়ন ইবিএলের সেক্টরভিত্তিক ডিকার্বনাইজেশন রোডম্যাপ তৈরির ভিত্তি স্থাপন করেছে, যা বাংলাদেশের জাতীয় জলবায়ু অঙ্গীকার ও প্যারিস চুক্তির লক্ষ্যসমূহ অর্জনে সহায়তা করবে।

‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’ ইবিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখানে ব্যাংকের ESG গভর্ন্যান্স, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো এবং টেকসই ভবিষ্যতের জন্য রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

আরো