মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ

অধিকাংশ শেয়ারের দরপতন, লেনদেন সামান্য বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ অক্টোবর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এ দিন এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরীয়াহ কোম্পানিগুলোর সূচক কমেছে। তবে, এক্সচেঞ্জটির বাছাইকৃত ৩০ কোম্পানির শেয়ারের সূচক আজ বেড়েছে। পাশাপাশি সার্বিক লেনদেনও কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির। বিপরীতে কমেছে ১৯৯টির। আর ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। দর পতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১০৫টি, ‘বি’ ক্যাটাগরির ৪৫টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৮টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৮৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৭১ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে গতকালের তুলনায় ৫৭ কোটি ১৮ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন মোট ৪৫১ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ১৯ লাখ টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক কমেছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হলেও এক্সচেঞ্জটির লেনদেনের পরিমান বেড়ে দ্বিগুণ হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৭৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৪২ পয়েন্ট কমে ৮ হাজার ৭৮৫ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টির দর বেড়েছে এবং কমেছে ১০৪টির। আর ২৫টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

আরো