সর্বনিম্ন শব্দদূষণকারী এয়ারলাইনের স্বীকৃতি পেলো এমিরেটস
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ‘ফ্লাই কোয়াইট প্রোগ্রাম ২০২৪’ এ সম্মনাজনক গোল্ড এওয়ার্ড লাভ করেছে এমিরেটস এয়ারলাইন। এমিরেটসই একমাত্র এয়ারলাইন যারা এই স্বীকৃতি লাভ করলো। ৯২.৯ পয়েন্ট পেয়ে তারা প্রতিদ্বন্দী এয়ারলাইনগুলোর চেয়ে অনেকাংশে এগিয়ে থেকে এই বিরল সম্মাননা লাভ করলো।
এই স্বীকৃতির মাধ্যমে শব্দদুষণ হ্রাস এবং আধুনিক, কম শব্দদূষণকারী ও অধিকতর জ্বালানী সাশ্রয়ী উড়োজাহাজ বহর উন্নয়নে এমিরেটসের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। এমিরেটস বহরের প্রতিটি উড়োজাহাজ ওঈঅঙ কর্তৃক গৃহীত শব্দদূষণ স্ট্যান্ডার্ড গাইডের চতুর্থ ও ১৪তম অধ্যায়ে বিবৃত সকল চাহিদা পুরণ করছে।
ইতোপূর্বে এমিরেটস তাদের শব্দদূষণ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের নিউআর্ক বিমানবন্দর কর্তৃক প্রদত্ত সিলভার এবং সানফ্রানসিসকো বিমানবন্দরের ফ্লাই কোয়াইট প্রোগ্রামে চেয়ারপার্সনের পুরস্কার লাভ করেছে।
বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী জনগনের স্বাস্থ্য সুরক্ষা এবং মানসম্পন্ন জীবনযাপন নিশ্চিতে উড়োজাহাজের শব্দদূষণ হ্রাস একটি বিশেষ ভূমিকা পালন করে। এমিরেটসের শব্দদূষণ কৌশলে কঠোর পরিচালন পদ্ধতি, উন্নত প্রযুক্তি এবং বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিবিড় সহযোগিতার সমন্বয় করা হয়েছে। এমিরেটস কম শব্দদূষণকারী এবং সুপরিসর উড়োজাহাজের একটি বহর পরিচালনা করে। এয়ারলাইনটি উড়োজাহাজ বহর আধুনিকীকরণে অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শব্দদূষণের মাত্রা হ্রাসে নিয়মিতভাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আসছে এবং প্রতিনিয়তই এক্ষেত্রে সাফল্য অর্জিত হচ্ছে।