মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার লক্ষ্যে আকিজ রিসোর্সের আবেদন জমা
বিডি মেইল ডেস্ক
বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আবেদনের শেষ দিনে, আকিজ রিসোর্স লিমিটেড এর পক্ষ থেকে “মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি (Munafa Islamic Digital Bank PLC)” প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে।
আবেদনটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে (BRPD) জমা দেন আকিজ রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার (CDIO) ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ কবির।
এই উদ্যোগের মাধ্যমে আকিজ রিসোর্স বাংলাদেশের আর্থিক খাতে ডিজিটাল ব্যাংকিংয়ের এক নতুন যুগের সূচনা করতে চায়, যেখানে ব্যাংকিং মানে শুধু প্রযুক্তি নয়, বরং মানুষের হাতে আর্থিক অধিকার তুলে দেওয়া।
ইঞ্জিনিয়ার ফিরোজ কবির বলেন, “ডিজিটাল ব্যাংক এমন একটি প্ল্যাটফর্ম হবে, যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি সম্ভাবনা সংযুক্ত হবে প্রযুক্তির মাধ্যমে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আর্থিক সেবা সকলের নাগালে থাকবে, শুধুমাত্র কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়।”
আকিজ রিসোর্স গ্রুপের কর্ণধার শেখ জসিম উদ্দিন বিশ্বাস করেন, এই প্রকল্প দেশের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, আকিজ রিসোর্সের মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠান এই যাত্রার অংশ হয়ে বাংলাদেশের আপামর জনগণের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।