রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার

বিডি মেইল ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—শ্রী হৃদয় (২২), মাসুদ রানা (২৮), এম রহমান চৌধুরী (৪৯), বুলু (২৫), নাসির (২৮), বেলাল (২৪), শামীম (৩৩), সাইফুল (৩২), ফিরোজ (২৮) ও ইমরান (১৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো