শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮১

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চারজনই ঢাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের বয়স যথাক্রমে ১৩, ১৪, ৩৯ ও ৫৫ বছর; চারজনই পুরুষ।

গত এক দিনে দেশে নতুন করে আরও ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগওয়ারি হিসাব অনুযায়ী, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, চট্টগ্রামে ৮২, ঢাকার বাইরে ১০১, ঢাকা উত্তর সিটিতে ১৬২, দক্ষিণ সিটিতে ১১৬, খুলনায় ৪৮, ময়মনসিংহে ৪০, রাজশাহীতে ৬৩, রংপুরে ৩২ এবং সিলেটে ৭ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে, একই সময়ে ৭৯৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫০ হাজার ২০৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ হাজার ৮৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

আরো