আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, অধিনায়ক পদেও দেখা যায়নি কাউকে। অবশেষে সেই শান্তই আবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ফিরে পেলেন। ২০২৭ সাল পর্যন্ত সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই বাঁহাতি ব্যাটার।