মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৩২ পূর্বাহ্ণ

১২ অক্টোবর থেকে দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু (প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যায় পর্যন্ত) বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা পাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক পত্রে জানানো হয়েছে, টিকা গ্রহণের আগে অভিভাবকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে শিশুর জন্মনিবন্ধনের তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

টাইফয়েড প্রতিরোধে সরকারের এই উদ্যোগকে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” নামে ঘোষণা করা হয়েছে। সারাদেশে একযোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ওয়ার্ড পর্যায়েও টিকা কার্যক্রম পরিচালিত হবে।

সরকারের এই উদ্যোগকে সফল করতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আরো