রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:০১ পূর্বাহ্ণ

ফেসবুকে টিকটকের ছায়া, ভিডিও ফিচারে বড় পরিবর্তন

সামাজিক যোগাযোগমাধ্যমে আধিপত্য ধরে রাখতে ফেসবুক এবার আরও বেশি টিকটকের মতো হয়ে উঠছে। প্রতিষ্ঠানটির মালিক মেটা জানিয়েছে, তারা ফেসবুকের রিলস ফিচারে নতুন পরিবর্তন আনছে, যাতে ব্যবহারকারীরা বেশি সময় ধরে ভিডিও দেখতে আগ্রহী হন।

নতুন আপডেটের মাধ্যমে ‘ফ্রেন্ড বাবল’ নামের একটি ফিচার যুক্ত হচ্ছে। এই ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারীর বন্ধু কোনো রিলসে লাইক দিলে, সেই বন্ধুর প্রোফাইল ছবি ভিডিওর নিচে বাবল আকারে দেখা যাবে।

এই বাবলে ট্যাপ করলে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করা যাবে। এতে ভিডিও দেখা ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ – দুটোই একসঙ্গে করা যাবে সহজেই।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, “বন্ধুদের পছন্দ বা লাইক সবসময়ই ফেসবুকের অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ ছিল। এবার সেই সংযোগ আরও দৃঢ় করার পথে আমরা এগোচ্ছি।”

এছাড়াও, ফেসবুকের ভিডিও রিকমেন্ডেশন অ্যালগরিদমকে আরও উন্নত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের আগ্রহের সঙ্গে মিল রেখে আরও প্রাসঙ্গিক ভিডিও দেখানো সম্ভব হচ্ছে। মেটার দাবি, এই উন্নয়নের পর ফেসবুকে ভিডিও দেখার সময় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এখন প্রতিদিন যে ভিডিওগুলো ফেসবুকে প্রকাশিত হচ্ছে, তার মধ্যে অর্ধেকের বেশি রিলস — এবং বেশিরভাগই সেই দিনই নির্মাতারা আপলোড করেছেন। ফলে ব্যবহারকারীরা আরও আপডেট ও নতুন কনটেন্ট উপভোগ করতে পারছেন।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের শুরুর দিকে মেটার সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি ‘পুরনো দিনের ফেসবুক’ ফিরিয়ে আনার কথা ভাবছেন। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ফিচার আসলে টিকটকের মতো একটি ভিডিও-কেন্দ্রিক অভিজ্ঞতা তৈরি করার কৌশল মাত্র।

মেটা এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ফেসবুকে আপলোড হওয়া সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং ভিডিওর দৈর্ঘ্যেও আর কোনো সীমাবদ্ধতা থাকছে না।

আরো