ভিভো ভি৬০ লাইট: ছবি তোলার নতুন শিল্পরূপ
বিডি মেইল ডেস্ক
ভাবুন তো, এক ক্লিকেই যদি আপনার প্রিয় ছবিটি বদলে যায় ঋতুর রঙে—কখনো গ্রীষ্মের তীব্র আলোয়, কখনো শরতের কোমল ছায়ায়, কখনো বসন্তের ফুলেল উচ্ছ্বাসে কিংবা শীতের কুয়াশার পরশে! ভিভো ভি৬০ লাইট সেই কল্পনাকেই বাস্তব করেছে তার উন্নত স্মার্ট এআই প্রযুক্তির মাধ্যমে।
ভিভোর V সিরিজ সবসময়ই পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন মাত্রা এনেছে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে আরও উন্নত AI Image Studio, যেখানে যুক্ত হয়েছে AI Four Season Portrait—এক ক্লিকে বদলে ফেলতে পারবেন ছবির পুরো আবহ। একটি আউটডোর ছবিকেই মুহূর্তে সাজানো যাবে চারটি ভিন্ন ঋতুর পটভূমিতে। প্রতিটি ফ্রেমে থাকবে এমন নিখুঁত রঙ ও আলোছায়া, যেন ছবিটি সত্যিই সেই ঋতুতেই তোলা! গ্রীষ্মের গরমে এনে দিতে পারবেন বরফশীতল দৃশ্য, অথবা শরতের হালকা রঙে বসন্তের ফুলেল প্রাণ জুড়ানো ছোঁয়া।
এখানেই শেষ নয়। নতুন AI Erase 3.0 ফিচার ছবির যেকোনো অবাঞ্ছিত বস্তু বা ব্যক্তি মুছে দেয় মাত্র এক স্পর্শে। গ্লাস বা স্ক্রিনের প্রতিফলনও মুছে যায় সহজেই, ফলে প্রতিটি ছবি হয় স্পষ্ট ও প্রাণবন্ত। আর AI Photo Enhance স্বয়ংক্রিয়ভাবে ছবিকে করে তোলে আরও উজ্জ্বল, স্টাইলিশ ও ক্লাসিক।
ছবির নিখুঁত মান নিশ্চিত করতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সরযুক্ত মূল ক্যামেরা, সঙ্গে থার্ড জেনারেশন AI Aura Light ও AI Master HD Algorithm—যা প্রতিটি ছবিতে আনে সূক্ষ্ম ডিটেইল ও প্রাকৃতিক উজ্জ্বলতা। সামনের ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দিচ্ছে ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধা, ফলে প্রতিটি সেলফিই হয় পেশাদার মানের।
আরও রয়েছে তিনটি Master Portrait Bokeh Style, যা প্রতিটি ছবিকে দেয় সিনেমাটিক ও প্রফেশনাল ফিনিশ।
ভিভো ভি৬০ লাইট আসছে ৫জি ও ৪জি—দুটি সংস্করণে, যেন আপনার সৃজনশীলতাকে মেলে ধরা যায় আরও দ্রুত ও সহজে।